গল টেস্টে ২৫৯ রানের সেই যন্ত্রণার রেশ এখনো মিলিয়ে যায়নি। ঠিক তখনই আরেকটা টেস্টের জন্য প্রস্তুতি শুরু করতে হচ্ছে। ১৫ মার্চ কলম্বোর পিসারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এটি টাইগারদের ইতিহাসের শততম টেস্ট। তবে তার আগে অনুপ্রেরণার উৎস বলে তেমন কিছু নেই
বিদেশের মাঠে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। নিউজিল্যান্ড আর ভারতের ব্যর্থতাই যেন পিছু নিয়েছে শ্রীলঙ্কায়। মুশফিকুর রহীমের দল গল টেস্টে পুরোপুরি ব্যর্থ। ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না দল। শনিবার শেষ দিনে ৪৫.২ ওভারের মধ্যে ১৩০ রান তুলতে ১০ উইকেট হারায় টাইগাররা। ১৩ ওভারের মধ্যে ৩৭ রানে বিদায় নেন ৫ ব্যাটসম্যান।
এ অবস্থায় আগামী বুধবারই স্মরণীয় সেই শততম টেস্ট শুরু। কলম্বো চলে গেছে দল। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসও যোগ দিয়েছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিনি। তবে সেই ভেন্যু পি সারা ওভালে অবশ্য টাইগারদের রেকর্ড ভাল না। এই মাঠে খেলা তিনটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে দলটি।
বাংলাদেশের এই মাইলফলক টেস্টটাকে স্মরণীয় করতে চায় শ্রীলঙ্কা। শততম ম্যাচ খেলা দুই দলের ক্রিকেটারদের দেওয়া হবে ‘বিশেষ’ পদক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল থাকবে পি সারা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার আগে দুই দেশের বোর্ড প্রধানের সামনে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানেই দুই দলের মেডেল দেওয়া হবে। ম্যাচ উদযাপন করতে দলের জন্য একটি ডিনারের আয়োজনও করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও আছে বেশ কিছু পরিকল্পনা। প্রতিটি ক্রিকেটারকে দেওয়া হবে বিশেষ ক্যাপ ও স্মারক ক্রেস্ট। ম্যাচের আগেই এই আয়োজনটি হবে।
Discussion about this post