এই লিগের দিকেই তাকিয়ে থাকেন স্থানীয় ক্রিকেটাররা। কারণ এটাই যে অনেকের রুটি-রুজির উৎস। এখান থেকে পাওয়া পারিশ্রমিকে অনেকের চলে সংসার। সেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অবশেষে শুরু হওয়ার ইঙ্গিত মিলল। আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে বুধবার জানিয়েছে, আগামী ৭ এপ্রিল মাঠে গড়াবে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ। এবার দলবদল হবে উন্মুক্ত। কিন্তু কবে হবে, তা জানা যাবে আগামী রোববার।
সিসিডিএম’র ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন বলেন, ‘দলবদলের সম্ভাব্য তারিখ ১৭-১৮ মার্চ। খেলা শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে হবে দলবদল।’ মানে প্লেয়ার বাই চয়েজ থাকছে না। তবে বৃষ্টির দিনে এবার হবে লিগ, এটা আশঙ্কার কথা।
ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন। এবার দুইজন করে বিদেশি প্লেয়ার প্রতি দলে খেলানোর সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এরইমধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে লিগের ১২টি ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে শুরু করে অন্য দলগুলোও শক্তিশালী দল গড়ার লড়াইয়ে আছে। তিনটি ভেন্যুতে গড়াবে প্রিমিয়ার লিগের ম্যাচ। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপির-২ ও ৩ নম্বর মাঠে হবে খেলা।
Discussion about this post