নিলামে আফগানিস্তানের দু’জন ক্রিকেটার কিনে নিলেও পাত্তা পেল না বাংলাদেশের কোন খেলোয়াড়।সোমবার বেঙালুরুতে দশম আইপিএলের নিলামে ছয় বাংলাদেশি কারোরই দরজা খুলল না। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক বিজয়, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ, ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার তাসকিন আহমেদকে কিনল না কোন দল।
সোমবারের নিলামে ৬ টাইগার ক্রিকেটারেরই ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি করে। নিলামে তার নাম উঠলেও তাতে সাড়া দেননি কোন ফ্রাঞ্চাইজি। অবশ্য পরে আবার তাদের নাম উঠতে পারে।
তবে এবারের আইপিএল বাংলাদেশ শুণ্য থাকছে না। কলকাতা নাইট রাইডার্সের ধরে রেখেছে তাদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।সানরাইজার্স হায়দরাবাদকে ছাড়তেই চায়নি তাদের গতবারের শিরোপা জেতার অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমানকে।
দু’জনই অবশ্য শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। কেননা, এপ্রিলের ৫ তারিখে শুরু হবে আইপিএল। তখন জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় থাকবেন সাকিব-মুস্তাফিজ।
Discussion about this post