ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে যেন কোটি কোটি টাকা উড়ল। ভাগ্য খুলে গেল অনেকের! বেন স্টোকস থেকে টাইমাল মিলস, বনে গেলেন ‘ক্রোড়পতি’! সোমবার আইপিএল ক্রিকেটার নিলামে সবচেয়ে বেশি দামে পুনে সুপারজায়ান্টস কিনে নিল বেন স্টোকসকে। তার দাম উঠেছে ১৪ কোটি ৫০ লাখ রুপি। মানে এবারের টুর্নামেন্টে ম্যাচ প্রতি কোটি রুপির বেশি পাবেন এই ইংলিশ ক্রিকেটার!
টাইমাল মিলসকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। কিনতে খরচ হল ১২ কোটি রুপি। টুর্নামেন্টের ইতিহাসে একজন বোলারকে সর্বোচ্চ দরে কেনা হলো।
ইতিহাস গড়লেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ৩০ লক্ষ রুপিতে তাকে দিয়ে দলে টানল মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স দলে নিল ট্রেন্ট বোল্টকে। তার মূল্য ৫ কোটি রুপি! বোল্ট গতবার সানরাইজার্সে ছিলেন। সমান অর্থে পেসার কাগিসো রাবাদাকে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্সকে নিয়েছে দিল্লি। নিলামে তার মূল্য উঠল সাড়ে ৪ কোটি রুপি।
দুই কোটি রুপিতে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়েছে দিল্লি। একই দামে ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানকেও দলে নিয়েছে দলটি। ১ কোটি রুপিতে তারা কিনেছে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনকে।
মুস্তাফিজের সঙ্গে সানরাইজার্স আছেন রশিদ খান। তার মূল্য ৪ কোটি। তিনি এখন পর্যন্ত ১৮ ওয়ানডে খেলেছেন। নিয়েছেন ৩১ উইকেট। ২১ টি-টুয়েন্টিতেও তার শিকার ঠিক ৩১ উইকেট।
সোমবার দশম আইপিএলের নিলামে আট দলের ফ্র্যাঞ্চাইজি ৩৫৯ জন খেলোয়াড়কে নিয়ে দর কষাকষি করে। নিলামে দল পাননি ইশান্ত শর্মা, ইমরান তাহির, প্রজ্ঞান ওঝা, ইরফান পাঠান, রস টেলর, জেসন রয় ও মার্টিন গাপটিল।
Discussion about this post