সমালোচকদের কথায় কান দিচ্ছেন না তিনি। অবশ্য ব্যাট হাতেই মাঠে লাগসই জবাব দিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। হায়দ্রাবাদ টেস্টে ২০৮ রানের বড় হারের পর মুশফিকুর রহীম স্পষ্ট জানিয়ে রাখলেন ক্যাপ্টেন্সি, উইকেট কিপিং অার ব্যাটিং তিন দ্বায়িত্বটাই একসঙ্গে পালন করতে চান তিনি। কোনটাই এখন ছাড়ার ইচ্ছে নেই!
যদিও বিসিবি সভাপতি থেকে শুরু করে অনেকেই টেস্ট অধিনায়ককে কিছু দ্বায়িত্ব থেকে দুরে রাখতে চাইছেন না। নেতৃত্ব থেকে সরিয়ে কিংবা কিপিং থেকে তাকে সরাতে চাইছেন। তবে মুশফিক হায়দ্রাবাদ টেস্ট শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে স্পষ্ট বললেন, ‘দেখুন, দলের সেরা ব্যাটসম্যান হয়ে উঠার লড়াইয়ে নেই আমি। আমার টেস্ট ব্যাটিং গড় তো ৩৩ বা ৩৪-এর বেশি না। আমি কিভাবে দলের সেরা হতে পারি!’
এরই প্রসঙ্গে টেনে টাইগার টেস্ট ক্যাপ্টেন জানালেন, ‘ সবচেয়ে বড় কথা যদি দু্টি বা তিনটি দায়িত্বে আমি থাকি, তার মানে বোর্ড বা টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখছে। আমি মনে করি তিনটি দায়িত্বই ভালো ভাবে পালন করা উচিত আমার। সবচেয়ে বড় কথা আমি তিনটি দায়িত্বই উপভোগ করছি। কারণ আমি মাঠে থাকতে ভালোবাসি।’
তবে বিসিবি চাইলে তাকে সরিয়েও দিতে পারে। এমন গুঞ্জন অবশ্য ভাসছে বাতাসে। যদিও ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরিতে জবাব দিয়ে রেখেছেন তিনি। তারপরও মুশী জানালেন, ‘নেতৃত্ব আমার হাতে নেই। বোর্ড চাইলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। এনিয়ে আমার কিছুই বলার নেই।’
হায়দ্রাবাদ টেস্টে ব্যাট হাতে লড়লেও মুশফিকের কিপিং নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এখনো যে তার বিকল্প টাইগার দলে নেই সেটা অনেকটাই স্পষ্ট!
Discussion about this post