সোশাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে তার স্ট্যাম্পিং মিস আর ক্যাচ ড্রপ নিয়ে কথা বলতে গিয়ে অনেকে তার বিশ্রামও চেয়েছিল। ঠিক তেমন এক পরিস্থিতিতে ঝলসে উঠল মুশফিকুর রহীমের ব্যাট। তাকে সঙ্গে দিলেন সাকিব আল হাসান, পরে মেহেদী হাসান মিরাজ। আর এরই পথ ধরে হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে ১ম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১০৪ ওভারে ৩২২ রান তুলেছে বাংলাদেশ। ওভারের হিসেবে ভারতের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ ইনিংস। তারপরও ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ১৬৬ রান। আছে মাত্র ৪ উইকেট।
সংগ্রাম করা এক ইনিংস খেলছেন মুশফিক। হাফসেঞ্চুরি করেন ১৩৩ বল খেলে! দিন শেষে ২০৬ বলে ৮১ রানে নটআউট। এই ইনিংস খেলার পথে দেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩০০০ রানের মাইলফলক পেরিয়ে যান মুশফিক।
লড়ছেন মেহেদীও।ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংসে অপরাজিত আছেন ৫১ রানে।এদিন খোলস ছেড়ে ব্যাট হাতে সাফল্য পান তিনি। রোববার সকালে মুশফিক-মেহেদীর ব্যাটে ফলো-অন এড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। দুজন এরইমধ্যে সপ্তম উইকেট জুটিতে করেছেন ৮৭ রান।
এর আগে গোটা দিনটাই হতাশায় কেটেছে। যা একটু আলো ছড়িয়েছিলেন সাকিব। তার ব্যাটে ১০৩ বলে ১৪টি চারে ৮২ রান। অন্যরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ বেলায় মুশফি-মেহেদী জুটি না গড়লে বিপাকেই পড়তো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর –
ভারত ১ম ইনিংস : ১৬৬ ওভারে ৬৮৭/৬ ইনিংস ঘোষণা (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬*, অশ্বিন ৩৪, জাদেজা ৬০*; তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ২/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদুউল্লাহ ০/১৬)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৪ ওভারে ৩২২/৬ (তামিম ২৪, সৌম্য ১৫, মুমিনুল ১২, মাহমুদুল্লাহ ২৮, সাকিব ৮২, মুশফিক ৮১*, সাব্বির ১৬, মেহেদী ৫১*; যাদব ২/৭২, ইশান্ত ১/৫৪, অশ্বিন ১/৭১৭, জাদেজা ১/৬০)
Discussion about this post