কঠিন এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। কে জানে ভারতের রান পাহাড়ের নীচে না জানি আবার চাপা পড়ে যায় টাইগাররা। ১৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১ম ইনিংসে ৬৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করল স্বাগতিকরা। এ নিয়ে টানা তিন ইনিংসে ছয়শ রানের বেশি তুলল ভারত। এটি ভারতের সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসের তালিকায় থাকল ৫ নম্বর স্থানে।শুক্রবার হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে বিশাল সংগ্রহের সামনে ব্যাট করতে নেমে হাসিমুখে শেষ করা হয়নি।
১ম ইনিংসে শেষ বেলায় এসে সৌম্য সরকারের আউটটা বড্ড পোড়াচ্ছে। উমেশ যাদবের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন বিরাট কোহলি। সেই রিভিউতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। সৌম্য আউট ১৫ রান। আর তাতেই
রাজিব গান্ধী স্টেডিয়ামে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রানে দিন শেষ করল টাইগাররা।
শনিবার তৃতীয় দিনের সকালে নামবেন তামিম ইকবাল ২৪ ও মুমিনুল হক ১ রানে। আপাতত ফলোঅন বাঁচানোটাই লক্ষ্য থাকবে সফরকারীদের। ভারতকে ফের ব্যাট করতে নামাতেও কমপক্ষৈ চাই আরো ৪৪৭ রান!
এর আগে ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি তুলে নেন। যদিও ৪ রানের সময় তাকে প্রাণ দেন মুশফিকুর রহীম।১০৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান। রবীন্দ্র জাদেজা ৬০ রান নিয়ে ফিরেছেন। দু’জন মিলে সপ্তম উইকেট জুটিতে করেন ১১৮ রান।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করলেন কোহলি।টানা চার সিরিজে চারটি ২০০ ছাড়ানো ইনিংস। টেস্ট ইতিহাসে এমন কীর্তি এর আগে কেউ গড়তে পারেনি! স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে পেছনে ফেললেন ভারত অধিনায়ক। ২৪৬ বলে ২০৪ রানে ফিরে যান কোহলি।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ১৬৬ ওভারে ৬৮৭/৬ ইনিংস ঘোষণা (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬* অশ্বিন ৩৪, জাদেজা ৬০*; তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ২/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদউল্লাহ ০/১৬)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪ ওভারে ৪১/১ (সৌম্য ১৫, তামিম ২৪*, মুমিনুল ১*; যাদব ১/২)
Discussion about this post