শুধু সময়ের সেরাই নন, সর্বকালের সেরার তালিকায়ও নিজেকে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। তিনি ব্যাট হাতে মাঠে নামাই যেন সেঞ্চুরি নিশ্চিত। আর টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন ভারত অধিনায়ক। টানা তিন সিরিজের ডাবল সেঞ্চুরির তৃপ্তি নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের। হায়দ্রাবাদে টাইগার বোলিংকে উড়িয়ে দিয়ে আরেকটি ডাবলের মালিক হয়ে গেলেন তিনি।
গড়লেন নতুন এক ইতিহাস। টানা চারটি সিরিজে চারটি ২০০ ছাড়ানো ইনিংস তার ব্যাটে। টেস্ট ইতিহাসে এমন কীর্তি এর আগে কেউ গড়তে পারেনি! স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে টপকে গিয়ে এই রেকর্ড গড়লেন কোহলি। সর্বশেষ গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ২৩৫ রান করেন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষেও
ইতিহাস গড়েই থামলেন ভারত অধিনায়ক। ২৪৬ বলে ২০৪ রানের নান্দনিক এক ইনিংস। যেখানে ছিল ২৪ বাউন্ডারি। তাইজুল ইসলাম নেন তার উইকেট।
বিরাটের এই ইনিংসে দাঁড়িয়ে ভারত রান পাহাড় দাঁড় করাচ্ছে। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে এ রিপোর্ট লেখার সময় ১ম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৩১.২ ওভারে করেছে ৫১২ রান।
এর আগে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে রাহানে বিদায় নেয়ার আগে করেন ১৩৩ বলে ৮২ রান। এর আগে বৃহস্পতিবার হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে টাইগারদের বিপক্ষে ভারত প্রথম ইনিংসের ৩ উইকেট হারিয়ে ৯০ ওভারে করে ৩৫৬ রান। বিরাট কোহলি ১৩০ বলে টেস্ট ক্যারিয়ারের ১৬ নম্বর সেঞ্চুরি তুলে নেন।।
বলা দরকার সেই ২০০০ সালে অভিষেকের পর এবারই প্রথম ভারতের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ।
Discussion about this post