ভারত সফরের একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ‘ঐতিহাসিক’ ম্যাচে অবশ্য টস ভাগ্য ছিল বিরাট কোহলির পক্ষে। ব্যাটিংয়ের সিন্ধান্ত নিতে ভুল করেননি ভারত অধিনায়ক। বিশ্লেষকরা জানাচ্ছেন এখানে প্রথম দু’দিন ব্যাটসম্যানরাই বাড়তি সুবিধা পাবেন।
এ কারণেই মুশফিকের দলের হাতেই বল তুলে দিয়েছেন বিরাট কোহলি। প্রথমেই তাসকিনদের পরীক্ষা!
ভারত খেলছে নিজেদের মাঠে। যেখানে সবসময়ই তারা ফেভারিট। বাংলাদেশের বিপক্ষে ৮ টেস্ট খেলে ৬টিতে জিতেছে ভারত। যার চারটিতেই ইনিংস হার টাইগারদের। অন্য দুটি ১০ ও ৯ উইকেটে। বৃষ্টির কারণে অবশ্য দুটো টেস্ট ড্রও হয়। তবে অতীত পরিসংখ্যান ভুলে হায়দরাবাদ টেস্টে ভালো কিছু করার কথা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিক।
Discussion about this post