শক্তির মানদণ্ডে দুই দেশের দুরত্বটা চোখের পড়ার মতো। ভারত এক নম্বর দল। বাংলাদেশ আছে নয় নম্বরে। কিন্তু ক্রিকেট মাঠে কি এতোসব হিসেব-নিকেশ করে খেলা হয়? গৌরবময় অনিশ্চয়তার খেলা বলে কথা। তাইতো জমে উঠার প্রতিশ্রুতি নিয়েই বৃহস্পতিবার সকালে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস করতে নামবেন মুশফিকুর রহীম-বিরাট কোহলি। ভারতের মাঠে প্রথমবারের মতো টেস্ট খেলবে টাইগাররা।
এই টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
তিন স্পিনার খেলালে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম থাকতে পারেন বাংলাদেশ একাদশে। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে কামরুল ইসলাম রাব্বি। উইকেটের যা পূর্বাভাস- ব্যাটসম্যানদের দাপটের সঙ্গে এখানে স্পিন হবে একটু বেশি। সুবিধা পাবেন ব্যাটসম্যানরাও।
তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন সৌম্য সরকার। এরপর মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান আর মুশফিকুর রহীম সাব্বির রহমান নাকি মোসাদ্দেক হোসেন? এই প্রশ্নের উত্তরের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।যতো কিছুই হোক টেস্ট ম্যাচে ঠিকই চ্যালেঞ্জ জানাতে তৈরি মুশফিকের দল।
বাংলাদেশের জন্য আতঙ্কের আরেক নাম হতে পারেন রবিচন্দন অশ্বিন। রাজীব গান্ধী স্টেডিয়ামে ২ টেস্টে খেলে ১০.৫০ গড়ে নিয়েছেন ১৮ উইকেট। ভারত খেলছে নিজেদের মাঠে। যেখানে সবসময়ই তারা ফেভারিট। বাংলাদেশের বিপক্ষে ৮ টেস্ট খেলে ৬টিতে জিতেছে ভারত। যার চারটিতেই ইনিংস হার টাইগারদের। অন্য দুটি ১০ ও ৯ উইকেটে। বৃষ্টির কারণে অবশ্য দুটো টেস্ট ড্রও হয়।
Discussion about this post