এটাই বাস্তবতা, মাঠের ক্রিকেটে ভাল করলে তার সুফলটা মাঠের বাইরেও পাওয়া যায়। বেশ কিছুদিন ধরেই সাফল্যের ধারায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার পুরস্কার হিসেবে বিজ্ঞাপনে ডাক পাচ্ছেন। টেলিভিশনের পর্দায় ভিন্ন সাজে দেখা মিলছে বাংলাদেশ ক্রিকেট দলের এই অলরাউন্ডারকে।
এবার নতুন এক বিজ্ঞাপনের শুটিং করলেন রিয়াদ। যেখানে হুডখোলা জিপে দাঁড়িয়ে তিনি। গলির মুখে গাড়িটি আসতেই চারদিকে ফুল আর রঙের খেলা। তাকে নিয়ে মিছিল ভক্তদের। একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে মডেল হলেন এ তারকা।
রাজধানীর কোক স্টুডিওতে সোমবার হয়ে গেল এই বিজ্ঞাপনের শুটিং। চিয়ার আপ নামের এ পানীয়র বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নাফিজ রেজা।
বিজ্ঞাপনটি নিয়ে মাহমুদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘পণ্যের প্রচারণার অনেক প্রস্তাবই আসে। নিজের সঙ্গে খাপ খায় না বলে এড়িয়ে যাই। কিন্তু খেলাধুলার সঙ্গে বরাবরই কোমল পানীয়ের দারুণ সম্পর্ক। তাই আগ্রহ নিয়ে কাজটি করছি। আমার সঙ্গে প্রায় শতাধিক সহশিল্পী থাকছেন। নানা রঙে রঙিন পুরো একটি স্টেডিয়ামের চিত্র এখানে ফুটে উঠবে। এত বড় বাজেটের বিজ্ঞাপনে একা এর আগে আমি অংশ নিইনি।’
সোমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কোক স্টুডিওতেই পণ্যটির জন্য চুক্তি করেন রিয়াদ।
Discussion about this post