মঙ্গলবার দিনটি ক্রাইস্টচার্চের মাঠেই থাকার কথা ছিল তাদের। কিন্তু একদিন আগেই আত্মসমর্পন! তাইতো মাঠের বাইরে অলস সময় কাটাতে হল তামিম ইকবাল আর সাকিব আল হাসানদের।
একদিন আগেভাগে টেস্ট শেষ হলেও বিমানের টিকিট একদিন এগিয়ে আনা সম্ভব হয়নি। এ কারণেই দুঃস্বপ্নের মতো একটা সিরিজ শেষে আনন্দ করা হয়নি তাদের।
টানা হার বা দীর্ঘ সফরের ক্লান্তিতে সবাই অলসভাবে সময় কাটালেন। সকালে টিম হোটেলের লাউঞ্জে আড্ডায় মেতেছিলেন অনেকে। দুপুরে ক্রাইস্টচার্চ টেস্টে নেতৃত্ব দেয়া তামিম টিমকে হোটেলের বাইরে খাওয়াতে নিয়ে গেলেন। তারপর আবারো সেই হোটেল বন্ধী, অাড্ডা। আসলৈ ওয়ানডে, টি-টুয়েন্টি আর টেস্টে হোয়াইটওয়াশের পর তেমন করে স্বস্তি পাচ্ছেন না ক্রিকেটাররা।
বুধবার ক্রাইস্টচার্চ থেকে হাথুরু চলে যাবেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই তিনি থাকেন। তারপর সপ্তাহ খানেক ছুটি শেষে ৩১ জানুয়ারি ফিরবেন ঢাকায়।
তারপরই নতুন মিশন। বিরাট কোহলির ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট। ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়াই। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। সব মিলিয়ে দীর্ঘ ভ্রমণ শেষে ছুটির কোন সুযোগ নেই ক্রিকেটারদের।
Discussion about this post