ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না মুশফিকুর রহীমের। চোটে পড়ে মিস করেছেন ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ। টেস্টে ব্যাট হাতে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর আবারো সেই ধাক্কা। এমন কী চোট নিয়ে হাসপাতালেও ছুটতে হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। এবার তাকে ঘিরে নতুন শঙ্কা! ক্রাইস্টচার্চে শুক্রবার থেকে শুরু হওয়া টেস্টে কি তিনি খেলতে পারবেন?
যদিও বলের আঘাত মাথায় লাগার পর এক্স-রেতে তেমন কিছুই ধরা পড়েনি।মুশফিক নিজেও দ্রুত ফিরতে চাইছেন। কিন্তু চিকিৎসকদের কড়া নিষেধাজ্ঞা।আপাতত মাঠে নামতে আপত্তি আছে তাদের।
জানা গেছে ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও মুশির খেলা অনিশ্চিত বলছেন চিকিৎসকরা। তারা এখনই এনিয়ে সিদ্ধান্তে না আসলেও শঙ্কার কথা শুনিয়েছেন। তবে ইমরুল কায়েস আর তামিম ইকবালকে নিয়ে কোন দুশ্চিন্তা নেই।
জানা গেছে- নিউজিল্যান্ডের চিকিৎসকেরা তাকে পরামর্শ দিয়েছেন অন্তত একমাস খেলাধুলা না করার। বাংলাদেশ দলের ইংলিশ ফিজিও ডিন কনওয়ের জানালেন, ইংল্যান্ডেও দুই থেকে তিন সপ্তাহের আগে মাঠে না নামার পরামর্শ দেওয়া হয়। এ অবস্থায় মুশফীককে ছাড়াই হয়তো পরের টেস্ট খেলতে হবে বাংলাদেশের।
তবে হায়দ্রাবাদে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফিরতে পারবেন মুশফিক। এটা নিশ্চিত করেছেন ফিজিও।
Discussion about this post