টানা চারদিন দাপট দেখানোর শেষ দিনে এসে এমন হার? হিসেব মেলানো কঠিন! যেখানে বাংলাদেশ দাপট ধরে রাখলেও শেষ দিনে এসে সব শেষ! ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করাটাই যেন ভুল হল। না হলে তো হারের মুখ দেখতে হতো না। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে এটিই এখন হারের রেকর্ড! অপ্রত্যাশিত এমন রেকর্ড এখন সঙ্গী বাংলাদেশের। টেস্টের ১২২ বছর পুরনো রেকর্ড ভাঙ্গল মুশফিকুর রহীমের দল।
এর আগে টেস্টে ১ম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে এমন কান্ডের জন্ম দেয় দলটি। ১ম ইনিংসে ৫৮৬ রান করেও সেবার হেরেছিল অজিরা। অবশ্য তখন টেস্ট ছিল টাইমলেস। সেই ম্যাচটিতে খেলা হয়েছে ৭দিন!
একইভাবে ৫দিনের টেস্টেও ১ম ইনিংসে এতো বড় স্কোর গড়েও হারের লজ্জায় ডুবল বাংলাদেশ। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ৮ উইকেটে ৫৭৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে পাকিস্তান হারে ৯২ রানে। সোমবার পাকিস্তানকে লজ্জার সেই রেকর্ড থেকে মুক্তি দিল বাংলাদেশ।
সর্বশেষ ২০০৩ সালে অ্যাডিলেডে এমন আরেক ঘটনার জন্ম দেয় অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ১মম ইনিংসে ৫৫৬ রান করেও তারা হারে ৪ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ডি.
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৩৯
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭.৫ ওভারে ১৬০ (তামিম ২৫, ইমরুল ৩৬*, মুমিনুল ২৩, মাহমুদউল্লাহ ৫, মিরাজ ১, সাকিব ০, সাব্বির ৫০, মুশফিক আহত অবসর ১৩, তাসকিন ৫, রাব্বি ১, শুভাশীষ ০; বোল্ট ৩/৫৩, সাউদি ১/৩৪, স্যান্টনার ২/৩৬, ওয়াগনার ২/৩৭)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৯.৪ ওভারে ২১৭/৩ ( ল্যাথাম ১৬, রাভাল ১৩, উইলিয়ামসন ১০৪*, টেলর ৬০, নিকলস ৪*; মিরাজ ২/৬৬, রাব্বি ০/৩১, সাকিব ০/৩০)
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেট জয়ী
ম্যাচসেরা: টম ল্যাথাম
Discussion about this post