হোয়াইটওয়াশের শঙ্কায় এখন বাংলাদেশ দল। ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও সাফল্য নেই। টানা দুই হারের পর রোববার সকাল আটটায় সিরিজের শেষ ২০ ওভারের ম্যাচ। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন না টাইগারদের তুরুপের তাস মুস্তাফিজুর রহমান। তাইতো শনিবার অনুশীলনে দেখা গেল না কাটার মাস্টারকে।
এর আগে ওয়ানডে সিরিজেও সবগুলো ম্যাচ খেলানো হয়নি তাকে। ইনজুরি থেকে ফিরে আসা এই তরুন বোলারকে চাপ দিতে চাইছে না টিম ম্যানেজম্যান্ট। ফিজিওর পরামর্শ মেনেই শেষ টি-টুয়েন্টিতে বিশ্রামে রাখা হয়েছে দ্য ফিজকে। তার জায়গায় রোববার ফিরছেন তাসকিন আহমেদ।
এই ফাস্ট বোলার অবশ্য টেস্টের জন্য নিজেক প্রস্তুত করছেন। সবকিছু ঠিক থাকলে এবার সাদা পোশাকেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাবে তাসকিনের।
তবে মুস্তাফিজকে ঠিক আগের সেই ছন্দে দেখা যাচ্ছে না। অনেকটা সময় মাঠের বাইরে থেকে যে জড়তা তৈরি হয়েছে তা যেন কাটছে না। এনিয়ে অবশ্য কেউ উদিগ্ন নন। কাটার মাস্টারকে সময় দিচ্ছেন তারা। যদিও ফিজিও জানাচ্ছেন অনেক দিন না খেলার কারণে ম্যাচ খেলার পর শরীরের পাশে কিছুটা ব্যথা হয় মুস্তাফিজের। তবে এমনটা অস্বাভাবিক কিছু নয়।
সব মিলিয়ে মুস্তাফিজের নিউজিল্যান্ড সফরে মাঠে নামার তেমন সম্ভাবনা নেই। তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজম্যান্ট। ভারত সফরের একমাত্র টেস্ট দিয়ে সাদা পোশাকে প্রত্যাবর্তন হতে পারে ফিজের। তবে আপাতত তিনি নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে থেকে যাবেন বলে শোনা যাচ্ছে।
Discussion about this post