একেই বলে কারো সর্বনাশ, কারো পৌষমাস! একজনের ইনজুরি আরেকজনের জাতীয় দলে খেলার পথ খুলে দিল। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিয়েছিলেন দুঃসংবাদ! প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মুশফিকুররহীম আগামী দুই সপ্তাহ খেলতে পারবেন না। আর তাতেই ওয়ানডে অভিষেকের পথ খুলে গেল নুরুল হাসান সোহানের। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ভোরেই আসতে যাচ্ছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য সেই স্মরনীয় দিন।
শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও মুশফিকের খেলা নিয়ে সংশয় আছে। এক্ষেত্রে কিউইদের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজেও দেখা যাবে তাকে।
এর আগেই বাংলাদেশের হয়ে ছয়টি টি-টুয়েন্টি খেলেছেন নূরুল। করেছেন মাত্র ৫৪ রান তবে উইকেটরক্ষক হিসেবে সবার নজর কাড়েন এই ক্রিকেটার। এমনিতে লিস্ট এ ক্রিকেটে ৫০ ম্যাচে ২৫.৬৫ গড়ে এক শতরানসহ ১০২৬ রান করেছেন সোহান।
কে জানে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টেস্ট অভিষেকটাও হয়ে যেতে পারে তার। কেননা, ডাক্তার বলেছেন ১৪ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে মুশফিকের। সিরিজের প্রথম টেস্ট শুরু ১২ জানুয়ারি। অবশ্য কোচ হাথুরু আশা করছেন দ্রুত ফিরবেন মুশি। বুধবার বলেন, ‘আশা করছি সময়ের আগেই ও ফিরবে। এরইমধ্যে ফেরার লড়াইটাও শুরু করেছে।
শেষ দুই ওয়ানডের বাংলাদেশ দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও তানভির হায়দার।
Discussion about this post