বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তিনি। তাকে শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করলে হয়না। মাঠে মাশরাফি বিন মর্তুজার উপস্থিতি অন্যরকম আবহ তৈরি করে। জাগিয়ে দেয় গোটা দলকে। সোমবার অবশ্য ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা হয়নি। টাইগাররা প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে ৭৭ রানে। তবে মাশরাফি বিন মুর্তজা এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০০ রান, ২০০ উইকেট ও ৫০ ক্যাচের মাইলফলকে পা রাখলেন রঙীন পোশাকের অধিনায়ক।
সোমবার ওয়ানডেতে ১৫০০ থেকে ৫ রান দূরে থেকে ম্যাচ শুরু করেন মাশরাফি। শুরুতেই সেই মাইলফলক পেরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত আউট হন ১৪ রানে। তার আগেই অবশ্য হয়ে যায় বিরল সেই রেকর্ড। যার অংশ হলেন টাইগার অলরাউন্ডার।
ইতিহাস জানাচ্ছে এর আগে এমন রেকর্ড গড়েছেন– কপিল দেব, ওয়াসিম আকরাম, সনাথ জয়সুরিয়া, ক্রিস হ্যারিস, ক্রিস কেয়ার্নস, শেন ওয়ার্ন, চামিন্দা ভাস, জ্যাক ক্যালিস, শন পোলক এবং ড্যানিয়েল ভেট্টোরি। এবার তালিকায় যোগ হল ম্যাশের নাম। কিংবদন্তিদের সঙ্গে তিনিও আছেন।
১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য আরো অনেক রেকর্ডই গড়তে পারতেন তিনি। কিন্তু বারবারই ইনজুরি মাশরাফির সামনে বাধা হয়ে দাড়িয়েছে। তারপরও হার মানেন নি তিনি। খেলে যাচ্ছেন দাপটে, মাথা উচু করে।
Discussion about this post