বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে এবার। শুরু এবার প্লে-অফের লড়াই। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে রোববার শেষ চারে উঠেছে খুলনা টাইটানস। এর আগে ঢাকা, চিটাগং ভাইকিংস ও রাজশাহী শেষ চার নিশ্চিত করে। মঙ্গলবার সাকিব আল হাসানের দলের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার খেলবে মাহমুদউল্লাহর দল। অন্যদিকে একই দিনে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ঢাকা ও খুলনা। তাই মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে, তারাই প্রথম দল হিসেবে ফাইনালে উঠবে। হেরে যাওয়া দলটিরও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসের বিপক্ষে এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচে লড়তে হবে তাদের। সেখানে যে দল জিতবে তারাই দ্বিতীয় দল হয়ে ফাইনালে উঠবে।
বিপিএলের পরবর্তী সূচি-
৬ ডিসেম্বর- এলিমিনেটর রাউন্ড
চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস- দুপুর ১টা
কোয়ালিফায়ার- ১ম
ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটানস-সন্ধ্যা ৫.৪৫
৭ ডিসেম্বর
কোয়ালিফায়ার- ২য়
এলিমিনেটর জয়ী-কোয়ালিফায়ার ১ পরাজিত-সন্ধ্যা ৫.৪৫
৯ ডিসেম্বর
ফাইনাল
কোয়ালিফায়ার ১ জয়ী-কোয়ালিফায়ার ২ জয়ী-সন্ধ্যা ৬.১৫
Discussion about this post