কলম্বিয়ার মেডেলিনে বিমান দুর্ঘটনার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি গাোটা বিশ্ব। ভয়ংকর সেই বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব চাপেকোয়েন্সের ২০ ফুটবলার চলে গেছেন না ফেরার দেশে। দলের ৩ ফুটবলার ভাগ্য জোড়ে প্রাণে বেঁচে গেছেন। গত সোমবার মধ্যরাতে কলম্বিয়ার মেডেলিনে ৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।
সেই একই বিমানে চড়েছিলেন লিওনেল মেসিও! না, সেদিন নয়। সেটা অবশ্য ১৮ দিন আগে। মেসিসহ গোটা আর্জেন্টিনা দল ভ্রমণ করেছিল এই বিমানে। গত ১০ নভেম্বর চির শত্রু ব্রাজিলের কাছে হারার পর অভিশপ্ত এ বিমানেই দেশে ফিরে মেসির দল। এই তারকা ফুটবলাররা অবশ্য প্রানে বেঁচে গেছেন।
কিন্তু জীবন হারালেন ব্রাজিলের প্রথম শ্রেণির দল ক্যাপিকোয়েন্সের দুর্ভাগা ফুটবলাররা। ২২ জন ফুটবলার ছিলেন সেই বিমানে। ২৩তম ফুটবলারের আসার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে বিমানটি ধরতে পারেননি। ভাগ্য ভাল বলেই বেঁচে গেলেন তিনি।
ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দর থেকে উড়ে বিমানটি। তারপর বলিভিয়ার সান্তাক্রুজ বিমানবন্দরে কিছুক্ষণের জন্য প্লেনটি নামে। এরপর কলম্বিয়াতে এসে বিমানটি ভেঙে পড়ে।
সেই ব্রাজিলিয়ার ফুটবলারদের জন্য এখনো চোখের জল ফেলছে গোটা বিশ্ব। মৃত্যু অবধারিত, কিন্তু এমন চলে যাওয়া কারোরই কাম্য নয়।
Discussion about this post