বিপিএলের গায়ে আরেক কলঙ্ক লাগল। মাঠের বাইরের ঘটনার জন্য শাস্তির মুখোমুখি হলেন আল আমিন হোসেন ও সাব্বির রহমান। মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গের কারণে বিপিএলের গভর্নিং কাউন্সিল মঙ্গলবার দুই ক্রিকেটারকে বড় ধরনের জরিমানা করেছে। এক সূত্রে জানা গেছে, বিপিএলের চট্টগ্রাম পর্বে নারী-ঘটিত ঘটনায় জড়িয়ে শাস্তি পাচ্ছেন এই দুই জাতীয় দল তারকা।
রাজশাহী কিংসের হয়ে খেলছেন সাব্বির। অন্যদিকে আল আমিন বরিশাল বুলসের। বিপিএল গভর্নিং কাউন্সিল তদন্ত করে তাদের ঘটনার সত্যতা পাওয়ায় তাদের এমন শাস্তি দিচ্ছে।
সাব্বিরের বিপিএল পারিশ্রমিকের এক-তৃতীয়াংশ এবং আল-আমিনের পারিশ্রমিকের অর্ধেক কেটে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বলা দরকার, এবার এ+ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে সাব্বিরের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। তার প্রায় ১৩ লাখ টাকা কাটা হবে। আল আমিন এ ক্যাটাগরিতে থাকায় পারিশ্রমিক ২৫ লাখ টাকা। ৫০ ভাগ কাটার অর্থ সাড়ে ১২ লাখ টাকা পাবেন না এই পেসার।
এই শাস্তির পর বিপিএল গভর্নিং কাউন্সিল এটা তাদেরকে স্মরণ রাখার পাশাপাশি কড়া ভাষায় সতর্কও করেছে।
Discussion about this post