এবারের বিপিএল দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকবে মাশরাফি বিন মর্তুজার জন্য। মাঝে একটা ম্যাচ জিতলেও কোনভাবেই যেন হারের বৃত্ত থেকে বের হতে পারছে না দল। ৭ ম্যাচ খেলে ছয়টিতেই হার! শেষ চারের স্বপ্ন দৃশ্যত শেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে চেনা পথে ফিরেছে সাকিব আল হাসানের দল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তার দল ঢাকা ডায়নামাইটস ৩২ রানে হারিয়েছে মাশরাফির কুমিল্লাকে।
শনিবার দিনের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে ঢাকা ডায়নামাইস। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানে আটকে যায় কুমিল্লা।
ম্যাচে ব্যাটে-বল দারুণ খেলেছেন সাকিব। প্রথমে ব্যাট হাতে ২৬ বলে খেলেন ৪১ রানের ঝড়ো এক ইনিংস। পরে বল হাতে ১ উইকেট। তিনিই ম্যাচসেরা।
আট ম্যাচ খেলে ঢাকার এটি পঞ্চম জয়। এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে দুই নম্বরে ওঠে এসেছে সাকিব আল হাসানের দল। তাইতো ম্যাচ শেষে সাকিব বলছিলেন, শুধু ফাইনাল নয়, এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ট্রফি জিততে চান তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৭০/৪ (মারুফ ২২, সাঙ্গাকারা ৩৩, জয়াবর্ধনে ৩১, সাকিব ৪১*, মোসাদ্দেক ২৫, প্রসন্ন ১১*; মাশরাফি ০/৩১, শান্ত ০/১০, শরিফ ০/৪০, তানভির ১/৩৬, নাবিল ১/১৬, রশিদ ২/২৬)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৩৮/৮ (শান্ত ১৭, লতিফ ৩৮, ইমরুল ৯, শেহজাদ ২২, লিটন ৫, মাশরাফি ১০, তানভির ১৪, রশিদ ৩, আল আমিন ৯*, শরিফ ২* ; আবু জায়েদ ১/২০, শহিদ ১/৬, সাকিব ১/৩০, ব্রাভো ৩/৩২, প্রসন্ন ১/৩০, সানজামুল ০/১১, নাসির ১/৪)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৩২ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post