লড়াইয়ে টিকে থাকতে জয় ছাড়া অন্য কোন পথই যে খোলা ছিল না তাদের। ঠিক এমন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের খেলা শুরু করে রাজশাহী কিংস। আর শুরুর দিনে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দলটি। শুক্রবার দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল রংপুর রাইডার্সের বিপক্ষে ১২ রানে জিতেছে ড্যারেন স্যামির রাজশাহী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতে নির্ধারিত ২০ ওভারে ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে রাজশাহী কিংস। সাব্বির রহমান ৩১, উমর আকমল অপরাজিত ৩৩ ও স্যামির অপরাজিত ৪৪ রান করেন। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫০ রানে আটকে যায় রংপুর রাইডার্স।
ম্যাচটি শহীদ আফ্রদিকে ছাড়াই খেলতে তাদের। তাইতো কোচ জাভেদ ওমর বলছিলেন, পাকিস্তানি সেই তারকা খেলোয়াড়টিকে মিস করেছেন তারা। যদিও আফ্রিদি পরের ম্যাচেই রংপুরের হয়ে মাঠে নামবেন। ঝটিকা এক সফরে দেশে গেছেন তিনি।
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে রংপুর রাইডার্স। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে রাজশাহী কিংস।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৬২/৫ (মুমিনুল ৪, জুনায়েদ ২৩, সাব্বির ৩১, সামিত ১৭, আকমল ৩৩*, মিরাজ ৬, স্যামি ৪৪*; সোহাগ ১/৩২, রুবেল ০/৪২, সানি ১/১৭, ডসন ২/১৫, মুক্তার ১/৫)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫০/৫(শাহজাদ ১৮, জামশেদ ২৭, মিঠুন ৬৪*, সৌম্য ৮, আনোয়ার ৫, ডসন ১০, নাইম ১৪* ; সামি ১/২৬, ফরহাদ ০/৪৬, মিরাজ ০/১৮, নাজমুল ২/১৯, সামিত ১/২৮)।
ফল: রাজশাহী কিংস ১২ রানে জয়ী
ম্যাচসেরা: ড্যারেন স্যামি
Discussion about this post