একের পর এক সুখবর মিলছে। শিগগিরই সেই পুরনো মুস্তাফিজুর রহমানের দেখা মিলবে। ইনজুরির ধাক্কা দ্রুত সামলে উঠছেন কাটার মাস্টার। সব কিছু ঠিক থাকলে দুই সপ্তাহ পরই সেই আগের মতো করে বল করার ফিটনেস ফিরে পাবেন দ্য ফিজ।
কাঁধের সফল অস্ত্রোপচারের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওর তদারকিতে পুনর্বাসনে মুস্তাফিজ। গত সপ্তাহ থেকে অল্প রান আপে বল করেছেন তিনি। ডিসেম্বরের শুরুর দিকে টাইগার এই বোলিং সেনসেশান পুরোপুরি ফিট হয়ে উঠবেন- এমন সুখবর দিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার মুস্তাফিজের অস্ত্রোপচার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণে যে এমআরআই হয়, তার রিপোর্টেও স্বস্তির খবর পাওয়া যায়।
সেই সুখবর নিয়ে ছুটিতে গিয়েছিলেন দ্য ফিজ। তেতুলিয়ায় গ্রামের বাড়িতে মায়ের আদরে কেটে গেছে কয়েকটা দিন। পাঁচ দিনের ছুটি শেষে মঙ্গলবার মিরপুরের জিমে ট্রেনারের সঙ্গে ঘাম ঝরান তিনি।
বুধবার থেকে ট্রেনারের সঙ্গে থাকবেন বাংলাদেশ দলের নতুন ফিজিও ডিন কনওয়ে।
এদিকে দেবাশীষ চৌধুরী জানান, ‘অস্ত্রোপচারের পর থেকে এখন পর্যন্ত উন্নতি সন্তোষজনক পর্যায়ে আছে মুস্তাফিজের। মঙ্গলবার থেকে ফের পুনর্বাসন শুরু হয়েছে তার।
বুধবার যে প্ল্যান, তাতে ৬০ শতাংশ ফিট থাকার মতো করে চার ওভার বোলিং করবে। এই গতিতে উন্নতি হলে সামনের মাসের শুরুর দিকে সে পুরো ফিটনেস ফিরে পাবে। মানে আর দুই সপ্তাহ পরই ও নিজেকে ফিরে পাবে।’
এর আগে গত ১১ আগষ্ট অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ৫ মাসের মাথায় ক্রিকেটে ফেরার কথা তার। মুস্তাফিজ এর আগে পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে দেশে ফেরেন গত ২২ আগস্ট।
Discussion about this post