৬১ বলে ১২২ রানের রেকর্ড গড়া এক টর্নেডো ইনিংস খেলেও মুখে হাসি নেই সাব্বির রহমান রুম্মনের। সবার ওপরে যে দল। সেই দলটাই যে তার এমন রাজকীয় সেঞ্চুরিটাকে পুঁজি করে জিততে পারল না। আরো একটা ম্যাচে রাজশাহী কিংসের তীরে এসে তরী ডুবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাদের বিপক্ষে নাটকীয়তা ছড়ানো ম্যাচে রোববার ৪ রানে জিতল বরিশাল বুলস।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে বরিশাল। যা কীনা এবারের বিপিএলে দলীয় সর্বোচ্চ। অধিনায়ক মুশফিক করেন ৮১ রান। তাকে দারুণ সঙ্গ দেন ফর্মে থাকা শাহরিয়ার নাফিস। করেন ৬৩।
এরপর সাব্বির রহমানের ব্যাট সেই পাহাড় টপকে যেতে সাহায্য করছিল। তিনি ক্যারিয়ার ও বিপিএলের সেরা ১২২ রানের ইনিংস খেলেন। তিনি ফেরার পরও মনে হচ্ছিল জিততে যাচ্ছে রাজশাহী। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানের ভুলে সব শেষ। ৬ বলে ৯ রান করা হল না। অথচ হাতে ছিল ৪ উইকেট। তাইতো নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৮ রানে তুলে রাজশাহী। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচে ৫৩ বলে সাব্বির করেন সেঞ্চুরি। যা কীনা বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৩ সালের বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ৫৬ বলে শতরান করেন ঢাকা গ্ল্যডিয়েটর্সের মোহাম্মদ আশরাফুল।
২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বিপক্ষে বরিশাল বার্নার্সের গেইল তুলেন ১১৬ রান। যেটি ছিল আগের সর্বোচ্চ। সাব্বির সেই রেকর্ড ভাঙ্গলেও দল জিতেনি।
এ অবস্থায় তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল বুলস। ৩ ম্যাচে এক জয়ে ছয়ে আছে রাজশাহী কিংস।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল বুলস: ২০ ওভারে ১৯২/৪ (শাহরিয়ার ৬৩, মুশফিক ৮১*, পেরেরা ২৪,; ফরহাদ ২/২২, স্যামি ১/৩৬)।
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৮৮/৬ (মুমিনুল ১২, সাব্বির ১২২, আকমল ০, প্যাটেল ১৫, স্যামি ২৭, নুরুল ৫*, আবুল হাসান ৩*; মনির ১/৩০, আল আমিন ৩/৩৫, আবু হায়দার ১/২৯, এমরিট ১/৩৪)
ফল: বরিশাল বুলস ৪ রানে জয়ী
ম্যাচসেরা: সাব্বির রহমান
Discussion about this post