লিডের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। হাতে ছিল ৫ উইকেট। কিন্তু সকালে কী যে হয়ে গেল! চট জলদি সাজঘরের পথ ধরলেন সাকিব-সাব্বিররা। তাতে ২৪৮ রানে অলআউট বাংলাদেশ। পিছিয়ে থাকলেও এরপর বোলাররা স্বপ্ন দেখাচ্ছিলেন। দ্বিতীয় ইনিংসে ৬২ রান তুলতেই ইংল্যান্ডের পাঁচ টপ অর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে টেস্টের লাগাম ছিল মুশফিকদের হাতেই। কিন্তু বিকেল গড়াতেই জনি বেয়ারস্টো ও বেন স্টোকস পাল্টে দিলেন ছক। আর তারই পথ ধরে শনিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২২৮ রান করেছে ইংল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের ১ম টেস্টে ২ উইকেট হাতে রেখে ২৭৩ রানের লিড নিয়েছে অ্যালিস্টার কুকের দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। মনে হচ্ছিল সেই সংগ্রহ টপকে যাবে টাইগাররা। ৫ উইকেটে ২২১ রান নিয়ে শনিবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ২৪৮ রানে অলআউট! আর তাইতো ৪৫ রানের লিড পায় ইংলিশরা।
স্টোকস-বেয়ারস্টোর জুটিই পথ দেখিয়ে ইংলিশদের। ষষ্ঠ উইকেটে এই দুজন ১২৭ রানের অনবদ্য জুটি গড়ে ড্রাইভিং সিটে নিয়ে যান দলকে। স্টোকস সর্বোচ্চ ৮৫ রান করেন। বেয়ারস্টো ৪৭।
দিন শেষে স্টুয়ার্ট ব্রড ১০ ও ক্রিস ওকস ১১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে সেরা বোলার সাকিব আল হাসান। ৭৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। চট্টগ্রামে টাইগারদের স্বপ্ন কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ১ম ইনিংস– ১০৫.৫ ওভারে ২৯৩/১০ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, কুক ৪, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭ ও দ্বিতীয় ইনিংস ২২৮/৮ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ডাকেট ১৫, মঈন ১৪; সাকিব ৫/৭৯, তাইজুল ১/৪০, মিরাজ ১/৫৪, রাব্বি ১/২৪)
বাংলাদেশ ১ম ইনিংস- ৮৬ ওভারে ১০/২৪৮ ( তামিম ৭৮, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ৩৮, মুশফিক ৪৮, সাকিব ৩১, সাব্বির ১৯; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, আদিল ২/৫৮ ব্যাটি ১/৫১)
#তৃতীয় দিন শেষে
Discussion about this post