সব অনিশ্চয়তা পেছনে ফেলে শুক্রবার রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। টেস্ট-ওয়ানডে মিলিয়ে লম্বা সফর সূচি। তবে সেখানে ইংলিশ দল পাচ্ছে না দুই পেসার জেমস অ্যান্ডারসন আর মার্ক উডকে। ইনজুরির কারণে শেষ মুহুর্তে দল থেকে ছিটকে গেছেন দু’জন।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) অ্যান্ডারসনের চোটে টেস্ট দলে নিয়েছে জেইক বল’কে। উডের জায়গায় ওয়ানডে দলে পেসার স্টিভেন ফিন।
সফরে বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। ৪ অক্টোবর প্রস্তুতি ম্যাচে ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে সফরকারীরা। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ১২ অক্টোবর তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে।
এরপরই ২০ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু ২৮ অক্টোবর।
ওয়ানডের ইংল্যান্ড দল-
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস ও স্টিভেন ফিন।
টেস্টের ইংল্যান্ড দল-
অ্যালেস্টার কুক, মইন আলি, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, জেইক বল, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।
Discussion about this post