আরো একটা সম্মানের সামনে দাড়িয়ে বাংলাদেশ। তবে এই সম্মান পেতে অনেক ঘাম ঝরাতে হবে। আসছে দুটি ওয়ানডে সিরিজে জিতলেই কেবল সেই নিজেদের আরো উচ্চতায় নিয়ে যেতে পারবে মাশরাফি বিন মর্তুজার দল। এইতো গত বছর ওয়ানডে ফরম্যাটে ঝড় তুলেছিল টাইগাররা। বিশ্বকাপে প্রথমবার খেলেছে কোয়ার্টার ফাইনালে। এরপর দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতে তারা। র্যাঙ্কিংকে প্রথমবার উঠেছিল সাতে। এবার ছয়ে উঠার হাতছানি দলের সামনে।
এই মাসের শেষ দিকে আফগানিস্তানের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আছে ইংল্যান্ডের বিপক্ষে আরো একটি ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। আফগানদের সঙ্গে ৩টি ম্যাচ এবং ইংলিশদের বিপক্ষে যে কোন ব্যবধানে সিরিজ জিতলেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠবে বাংলাদেশ।
সেই লক্ষ্য পূরন হলে ২০১৯ বিশ্বকাপে খেলার পথ প্রস্বস্ত হয়ে যাবে। কেননা, সেই বিশ্বকাপে বাছাই পর্বে খেলার শঙ্কা থাকছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাত দল ও স্বাগতিক ইংল্যান্ড সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৮। ২৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
Discussion about this post