বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেক শ্রীলঙ্কান। যদিও তার সঙ্গে চুক্তিটা দীর্ঘমেয়াদী নয়। ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন থিলান সামারাবিরা। যদিও এই সিরিজের পর চুক্তির মেয়াদ বাড়তেও পারে!
শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এই তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।তিনি বলেন, ‘পারফরম্যান্স দেখে তাকে দীর্ঘমেয়াদে দলের জন্য রাখা যায় কিনা সেটি বিবেচনা করা হবে।’ টাইগারদের জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বন্ধু তিনি।
সামারাবিরা তার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন অফ-স্পিনার হিসেবে। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন ঠিকই, কিন্তু সেই ম্যাচে সেঞ্চুরি করে চমকে দেন। পরে মিডল অর্ডারে দাপটে ব্যাট করেছেন। ৪০ বছর বয়সী এই তারকা মোট ৮১টি টেস্ট খেলেছেন। ১৪টি সেঞ্চুরির মালিক এই লঙ্কান ৫ হাজার ৪৬২ রান করেছেন। গড় ৪৮.৭৬। সর্বোচ্চ স্কোর ২৩১। অন্যদিকে ৫৩টি ওয়ানডে খেলে তার মোট রান ৮৬২।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সামাররাবিরা। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছেন তিনি। ব্রিসবেনের অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্রিকেট সেন্টার, অস্ট্রেলিয়া ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ ও অজিদের জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজও করেছেন।
Discussion about this post