দিনকয়েক বাড়িতে ছুটি কাটিয়ে ফের রাজধানী ঢাকায় ফিরলেন মুস্তাফিজুর রহমান। ফিরেই পা রাখলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে ফিজিওর সঙ্গে বুধবার কিছুটা সময় কাটালেন তিনি। হাঁটুর সফল অস্ত্রোপচারের পর থেকে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন কাটার মাস্টার।
এইতো গত শনিবার নিজের এলাকা সাতক্ষীরায় গিয়েছিলেন কাটার মাস্টার। সেখানে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বাঁহাতি এই পেসার চলে আসলেন রাজধানীতে। অবশ্য সপ্তাহখানেক পরই ফের ফিরে যাবেন নিজ গ্রামে। পরিবারের মানুষদের নিয়ে কাটাবেন ঈদের ছুটি। সেই উৎসব শেষেই মূলত শুরু হবে অস্ত্রোপচার কাটিয়ে উঠা এই তারকা ক্রিকেটারের ফেরার মিশন। পুনর্বাসন প্রক্রিয়া পুরোদমে শুরু হবে মুস্তাফিজের। এই তথ্য দিলেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
সংবাদ মাধ্যমকে বুধবার বিসিবির চিকিৎসক জানালেন, ‘ঈদের আগে মুস্তাফিজ আরো কয়েকটা দিন ঢাকায় থাকবে। আট কিংবা নয় সেপ্টেম্বর ও ফিরে যাবেন সাতক্ষীরায়। ঈদের ছুটি শেষে আবারও আমরা বলেছি ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীতে ফিরতে। তারপরই মুস্তাফিজের পুনর্বাসনের দ্বিতীয় পর্যায় শুরুর কথা ভাবছি।’
দেবাশিষ চৌধুরী জানালেন সবকিছু ঠিক মতো এগিয়ে গেলে মাস পাঁচের মধ্যে ফিরবেন দ্য ফিজ। বলছিলেন, ‘বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। তাই কবে মাঠে ফিরবেন- মুস্তাফিজ হুট করে দিনক্ষণ বলে ফেলা কঠিন। তবে পুনর্বাসন প্রক্রিয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকলে পাঁচ মাস পর তার মাঠে ফেরার সম্ভাবনা থাকবে ওর।’
এ বছর আর তাকে টাইগারদের জার্সিতে দেখা যাচ্ছে না সেটা নিশ্চিত। তাকে হয়তো আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যেতে পারে।
এইতো গত ১১ আগস্ট অস্ত্রোপচার করা হয় মুস্তাফিজের। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের তার বাঁ-কাঁধের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়। পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে দেশে গত ২২ আগস্ট দেশে ফেরেন মুস্তাফিজ।
এখন ফেরার লড়াইয়ে ব্যস্ত সময়ের আলোচিত এই তারকা।
Discussion about this post