হঠাৎ করেই বাংলাদেশ শিবিরের দুঃসংবাদ। ইনজুরিতে পড়লেন দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্পের শিবিরে দুর্ঘটনা ঘটল। ওপেনার তামিম ইকবালের আঙুলে চিড় ধরা পড়েছে। যদিওতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সেই সিরিজে তার খেলা নিয়ে সংশয় থেকেই গেল।
শনিবার তামিম আঙুলে চোট পেয়েছিলেন। ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান এই তারকা ক্রিকেটার। তারপর এক্স-রে করানো হয় তার আঙ্গুলে। তাতেই দেখা গেল, তার বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে চিড়।
রোববার আঙুলে ব্যান্ডেজ নিয়েই অনুশীলনে যান তামিম। বেরিয়ে যাওয়ার সময় খানিকটা আশার কথা শোনালেন তিনি, ‘এ অবস্থায় তিন সপ্তাহ বাইরে থাকতে হয়। তাতে সর্বোচ্চ তৃতীয় সপ্তাহের (সেপ্টেম্বরের) মাঝামাঝি পর্যন্ত বাইরে থাকব। আফগানিস্তান সিরিজেই খেলতে পারব বলে আশা করি।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, ‘এই চোটে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। সেপ্টেম্বরের শেষে যদি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তাবিত সিরিজটি হয়, তাতে তামিমের খেলা নিয়ে খানিকটা অনিশ্চয়তা থাকছে।’
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আফগানদের বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা চলছে। এরপর ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সফরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল।
Discussion about this post