ফের চাঙ্গা হয়েছে উঠেছে মিরপুরের হোম অব ক্রিকেট। ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসছে-এমন একটা খবর চনমনে করে দিয়েছে মাশরাফি-মুশফিকদের। অনুশীলনেও তাই শনিবার দ্বিগুন ঘাম ঝরালেন সবাই। যদিও গুলশান ট্র্যাজেডির পর থেকেই শোনা যাচ্ছিল সফর বয়কট করতে পারে ইংল্যান্ড।
আরেকটা সুখবর শোনালেন শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আরো একটি সিরিজ আয়োজনের চিন্তা রয়েছে বিসিবির। আর সেটা ইংল্যান্ড সিরিজের আগেই। এ জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনাও এগিয়ে রাখছে বোর্ড। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসতে পারে যুদ্ধ বিধ্বস্ত ক্রিকেট খেলুড়ে ওই দেশটি।
নিজাম উদ্দিন বললেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে পরে একটা সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আশা করি দ্রুতই আপনাদের কিছু জানাতে পারব।’
গুঞ্জন শোনা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশে আসতে পারে। ওই সময়টাতে টাইগারদের সঙ্গে তারা তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতিটা বাড়িয়ে নিতেই এই আয়োজন। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে মাশরাফি-মুশফিকদের সঙ্গে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা।
Discussion about this post