এক সময় মাঠ মাতিয়েছেন তারা। কিন্তু বাস্তবতার কাছে হার মেনে এক সময় ঠিকই সরে দাড়াতে হয়েছে। বয়স নামের সেই বাধার প্রাচীর টপকে ফের মাঠে ফিরছেন সাবেক তারকা ক্রিকেটাররা। মাস্টার্স ক্রিকেট লিগের (এমসিএল) আদলে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ (এমসিসিবি)। সব কিছু ঠিক থাকলে ছয়টি দল নিয়েই হবে এই টুর্নামেন্ট। ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে মোট ৬ দল থাকবে। যার নাম রাখা হয়েছে- ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং অলস্টার্স। প্রতি চারজন করে ক্রিকেটার রাখা হয়েছে। যাদের ঘরোয়া লিগে কমপক্ষে দশ বছর খেলার অভিজ্ঞতা আছে তারাই এই টুর্নামেন্টের জন্য বিবেচিত হবেন। বাকি অবসর নেয়া ক্রিকেটারদের নিলামের মাধ্যমে দলে অন্তর্ভুক্ত করা হবে।
টি-টুয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলবেন- আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, সালাউদ্দিন, জালাল ইউনুস, ফারুক আহমেদের মতো সাবেক তারকা টাইগার ক্রিকেটাররা। তাদের সঙ্গে থাকার কথা ছয় সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমনের। তারাই দলগুলোকে নেতৃত্ব দেবেন।
প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের নবনির্মিত শেখ কামাল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
জানা গেল, টুর্নামেন্ট থেকে আয়কৃত অর্থ ক্রিকেটারদের উন্নয়ন তহবিলে দেয়া হবে।
Discussion about this post