তিনিই যে সর্বকালের সেরা সেটা আরো একবার প্রমান হয়ে গেল। ৪x১০০ মিটার রিলেতেও সোনার পদক জিতলেন এই জ্যামাইকান। এরই পথ ধরে পূরন হয়ে গেল হ্যাটট্রিক। যাকে বলা হচ্ছে অলিম্পিক গেমসের ‘ট্রিপল ট্রিপল’।
সেই বেইজিং থেকে শুরু। এরপর লন্ডন হয়ে রিও। বোল্ট ট্র্যাকে নামা মানেই সাফল্যের গ্যারান্টি। টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলেতে স্বর্ন পদক জিতলেন বোল্ট। তাতেই ছুঁয়ে ফেললেন আরেক কিংবদন্তি ফিনল্যান্ডের দৌড়বিদ পাভো নুর্মি ও যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কার্ল লুইসের রেকর্ড। অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্সে ৯টি সোনা আছে এই তিনজনের।
রিও অলিম্পিকের বাংলাদেশ সময় শনিবার বোল্টের শেষ দৌড়ে জ্যামাইকা সময় নেয় ৩০.২৭ সেকেন্ড। সোনার পদক নিশ্চিত হয় তাদের। রুপা জেতে জাপান। তৃতীয় যুক্তরাষ্ট্র।
‘ট্রিপল ট্রিপলের অবিস্মরণীয় কীর্তি গড়ার পর নিজেকে সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে ঘোষণা দিলেন বোল্ট। এই তারকা স্প্রিন্টার বলেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। ছেলেদের ধন্যবাদ জানাতে চাই। সত্যিই অনেক চাপ ছিল। আমি খুব করে ট্রিপল ট্রিপলের রেকর্ড গড়তে চেয়েছিলাম। আমি এই মুহূর্তটির জন্যই মুখিয়ে ছিলাম। অসাধারণ এক অনুভূতি আমাকে ছুঁয়ে যাচ্ছে। আমি ছেলেদের বলেছি, যদি এটি জিততে না পারি তবে আমি তোমাদের মারব। আমিই সর্বকালের সেরা।’
এমন সাফল্য যার দখলে তিনি তো নিজেকে সর্বকালের সেরা বলতেই পারেন। জয়তু উসাইন বোল্ট।
একনজরে
নাম : উসাইন সেন্ট লিও বোল্ট
ডাকনাম : লাইটনিং বোল্ট
জাতীয়তা : জ্যামাইকান
জন্ম : ২১ আগস্ট, ১৯৮৬
জন্মস্থান : ট্রেলওনি (জ্যামাইকা)
উচচতা : ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
ওজন : ৯৩.৯ কেজি
Discussion about this post