তাদের মতামতের ওপর ভিত্তি করেই বাংলাদেশে দল পাঠাবে ইংল্যান্ড। সেই মহা গুরুত্বপূর্ন দলটি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিন সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিদর্শক দল ঢাকায় পৌঁছেছে বুধবার। এ সফরের শুরুতেই পরিদর্শক দলটি মিরপুরের হোম অব ক্রিকেটের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করল। এরপরই তাদের পশ্চিমা বিভিন্ন দেশের হাইকমিশন ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, ইসিবির ক্রিকেট অপারেশান্সের পরিচালক জন কার ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভডি লেথারডেল।
বিমানবন্দর থেকে প্রথমে হোটেল র্যাডিসনে যায় নিরাপত্তা প্রতিনিধি দল। পরে একে একে বিভিন্ন নিরাপত্তা সংস্থা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন তারা। তৃতীয় দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের সম্ভাব্য ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে যাবে দলটি।
ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি আসলে একটা রুটিন ওয়ার্ক। ইংল্যান্ড দলের যেকোনো দেশ সফরের আগে ইসিবি পর্যবেক্ষণ দল পাঠিয়ে থাকে।’
সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ৩০ সেপ্টেম্বর। সফরে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলবে তারা।
Discussion about this post