ইনজুরি থেকে দীর্ঘ সময়ের জন্য মুক্তি পেতে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে ফেললেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের এক ক্লিনিকে সেই চিকিৎসা করতে খরচ হচ্ছে প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে বৃহস্পতিবার হল সেই অস্ত্রোপচার। জানা গেছে কাটার মাস্টারের চিকিৎসায় মোট খরচ হচ্ছে প্রায় সাড়ে ১৪ হাজার পাউন্ড।
অস্ত্রোপচারের আগে মুস্তাফিজকে সাহস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাটার মাস্টারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাকে সাহস জোগানোর পাশাপাশি শুভকামনাও জানান।
জানা গেছে, বাংলাদেশ সময় বিকাল চারটায় ক্রমওয়েল হাসপাতালে পৌঁছান মুস্তাফিজ। অস্ত্রোপচার শেষ হতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগবে। অস্ত্রোপচার শেষে রাত হাসপাতালেই কাটাবেন মুস্তাফিজ। ছাড়পত্র পাবেন শুক্রবার।
ইংলিশ ক্লাব সাসেক্স শার্কসের হয়ে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার জন্য ২১ জুলাই ইংল্যান্ড যান মুস্তাফিজ। ক্লাবটির হয়ে অভিষেকে ২৩ রানে ৪ উইকেট নিয়ে দারুণ শুরুও করেন। তৃতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় কাঁধে হালকা ব্যথা অনুভব করেন। যেটি সাসেক্সের হয়ে আর মাঠেই নামতে দেয়নি টাইগার তারকাকে। অস্ত্রোপচারের পরও মাঠে নামতে দীর্ঘ অপেক্ষা করতে হবে ফিজকে। আগামী ৬-৭ মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন সময়ের আলোচিত এই তারকা।
Discussion about this post