জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের তৈরি করার মিশন বেশ এগিয়ে চলছে। যেখানে এখন বোলারদের টিপস দিচ্ছেন আকিব জাভেদ। পাকিস্তানি সাবেক এই তারকা বোলারের কাছে গতি বাড়ানোর কৌশলটা শিখে নিচ্ছেন তরুন ক্রিকেটাররা।
মিরপুরের একাডেমিতে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই পারফর্মেন্স ইউনিটের (এইচপি) কার্যক্রম।
মেহেদী হাসানদের মিরাজ-মোহাম্মদ সাইফুদ্দিন-আবু হায়দার রনিদের ক্যাম্পে দেশ-বিদেশের কোচরা প্রশিক্ষণ দিচ্ছেন। এই ক্যাম্পে পেস বোলারদের নিয়ে কাজ করছেন আকিব জাভেদ।
এই এইচপি ক্যাম্পে আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফুদ্দিনকে বোলিংয়ে নিজেদের গতি বাড়ানোর পথ দেখিয়ে দিলেন আকিব। তারা নিজেরাও প্রতিটি ডেলিভারি করার পর আকিবের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলছেন। জেনে নিয়েছেন কৌশল। যদিও মাত্র সাত দিনের জন্য এই উদীয়মান তরুণরা পাচ্ছেন পাকিস্তানি সেই বোলারকে।
এইচপির বোলিং কোচ আকিব জাভেদকে দুই দিনের জন্য পাবেন জাতীয় দলের বোলাররা। মাশরাফি-তাসকিনদের সঙ্গে সংক্ষিপ্ত সেই সেশনে কাজ করার কথা তার। তার কাছ ভিন্ন কিছু নিতে চাচ্ছেন রুবেল হোসেন। তিনি বলেন, ‘তার কাছ থেকে নতুন কিছু শিখে নিতে চেষ্টা করবো।’
Discussion about this post