দুই সন্তান হুমায়রা ও সাহিলকে নিয়ে বুধবার মিরপুর শেরেবাংলায় গেলেন মাশরাফি বিন মতুর্জা। সেখানে আনন্দে সময় কাটাল তারা। সাংবাদিকরাও টাইগারদের রঙীন পোশাকের অধিনায়কের সন্তানের দুষ্টুমি দেখলেন।
এমনিতে মাঝে-মধ্যে অনুশীলনে দুই সন্তানকে নিয়ে হাজির হতে দেখা যায় ম্যাশকে। সবুজ ঘাসের বুকে সময়টা দারুণ কাটায় সাহিল-হুমায়রা। ঢাকার বুকে এমন জায়গা, পরিবেশ সত্যিই বিরল।
মাঠের মতো সংসার জীবনে বেশ গোছানো এক মানুষ মাশরাফি। সময় পেলেই স্ত্রী-সন্তানের পাশে থাকেন তিনি।
Discussion about this post