আগামী ২৫ আগস্ট প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলের দিন ঠিক করা হয়েছে। আর ৩ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের পুরো সময় ধরে লিগের প্রথম পর্ব চলবে। অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড হোম সিরিজের পর আবার লিগের অবশিষ্ট অংশ আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্তও নেওয়া হয়।
এছাড়া ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জি অনুমোদনের কথা থাকলেও বিপিএল ইস্যুতে তা অনুমোদিত হয়নি। ক্রিকেট অপারেশন্স কমিটি ও টুর্নামেন্ট কমিটি বিশ্ব টি-টুয়েন্টির পর বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিলেও সোমবারের সভায় তা অনুমোদিত হয়নি। জালাল ইউনুস জানান, ‘আমরা লিগ ও নিউজিল্যান্ড সফরের পর একটা সময় খুঁজছি। সম্ভব হলে তখনই বিপিএল আয়োজনের চেষ্টা চালানো হবে। সে ক্ষেত্রে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই বিপিএল হতে পারে।’
বোর্ড মিটিংয়ে এসব ইস্যুর পাশাপাশি বিপিএল প্রসঙ্গও চলে আসে। স্থানীয় ক্রিকেটারদের জন্য সুখবর-যেসব ক্রিকেটার এখন পর্যন্ত শতকরা ৪০ থেকে ৫০ ভাগ পারিশ্রমিক পাননি, বিসিবি তাদের টাকা দিয়ে দেবে এবং সেটা ঈদের আগেই।
Discussion about this post