ক্রিকেটারদের লম্বা ছুটি প্রায় ফুরিয়ে এসেছে ক্রিকেটারদের। এইতো ২০ জুলাই থেকেই শুরু নতুন মিশনের প্রস্তুতি। সেই ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে এরইমধ্যেই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এবার শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। যদিও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে হচ্ছে মাশরাফি-মুশফিকদের। এমন কী ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেলকেও শুরুতে পাচ্ছে না দল।
তবে ফিটনেস দিয়েই শুরু হবে ক্যাম্প। যা চলবে প্রথম সাত থেকে দশ দিন। এরপর থাকছে স্কিল ট্রেনিং। সেই সেশনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করা হবে। জানা গেছে বাংলাদেশ দলের কোচিং স্টাফরা যোগ দেবেন স্কিল ট্রেনিংয়ের আগেই।
হেড কোচ হাথুরুসিংহে ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল ছুটিতে রয়েছেন। আগস্টের প্রথম সপ্তাহে হাথুরু দলের সঙ্গে যোগ দেবেন বলে বিসিসির পক্ষ থেকে জানানো হয়েছে। এ অবস্থায় ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও বিল্লাভারায়েন।
এদিকে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নিয়ে সামান্য উদ্বেগ থাকায় এবং ক্যাম্পের প্রথম দিনগুলোতে তার খুব একটা প্রয়োজনীয়তা না থাকায় হাথুরুসিংহেকে অতিরিক্ত ছুটি দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘২০ তারিখ থেকে আমাদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার কথা। এক সপ্তাহ থেকে ১০ দিন ট্রেনারের অধীনেই ক্যাম্প পরিচালিত হবে। তারপর প্রধান কোচের আসার কথা রয়েছে। কন্ডিশনিং ক্যাম্পির শিডিউল অনুযায়ী, প্রথমে ক্রিকেটারা ফিটনেস নিয়ে কাজ করবে। এরপর পর্যায়ক্রমে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করবেন।’
আসছে৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। দুই দেশের ক্রিকেট সিরিজ শুরু হবে ৭ অক্টোবর ওয়ানডে দিয়ে। যদিও নিরাপত্তা ইস্যুতে ইংলিশদের সফর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গুলশান ট্র্যাজেডির পর নড়েচড়ে সে দেশটির ক্রিকেট কর্তারা।
Discussion about this post