জীবনে নানা বাধার প্রাচীর পেরিয়ে আজ তিনি তারকাদেরও তারকা। ভারতের সেরা ক্রীড়াবিদদের একজন। সেই সানিয়া মির্জা এবার শোনালেন নিজের উঠে আসার গল্প। আত্মজীবনীমূলক বই ‘এইস এগেইনস্ট দ্য অডস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে থাকলেন শাহরুখ খান। সানিয়ার চারিত্রিক দৃঢ়তা, দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন বলিউড সুপারস্টার।
হায়দ্রাবাদে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলিউড বাদশাহ শাহরুখ বলেন, ‘আমাদের অনেক অসাধারণ অর্জন রয়েছে যা সানিয়ার মতোই বিশ্বমানের। ও টেনিসের রানী।’
সানিয়ায় পঞ্চমুখ শাহরুখ বলেন, ‘আমাদের দেশকে গর্বিত করতে অন্য অনেকের চেয়ে বেশি অবদান রেখেছে সানিয়া। আমরা অসংখ্য তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করায় এবং দেশকে গর্বিত করায় পিটি ঊষা, ম্যারি কম ও সানিয়া মির্জার মতো মানুষদের আজীবন মনে রাখবো।’
একইসঙ্গে শাহরুখ বরলেন সানিয়াকে নিয়ে সিনেমা প্রযোজনা করার আগ্রহী তিনি। তার কথা, ‘যদি সানিয়াকে নিয়ে কোনো সিনেমা নির্মাণ করা হয় তবে এটি একইসঙ্গে অনুপ্রেরণাদায়ক ও দুর্দান্ত হবে। যদি সে সিনেমা বানাতে দিতে চায় তবে আমি অবশ্যই সেটি প্রযোজনা করবো।’
হারপার কলিন্স প্রকাশনী থেকে প্রকাশিত সানিয়ার আত্মজীবনিটি ভারতের প্রধান বুকস্টোরগুলোতে পাওয়া যাবে।
Discussion about this post