গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার পর নড়েচড়ে বসেছেন দেশের ক্রিকেট কর্তারাও। তাইতো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গড়ে তুলেছেন কঠোর নিরাপত্তা বলয়। যেখানে ক্রিকেট দলের অধিনায়ক থেকে শুরু করে সাংবাদিক সবাইকেই সেই নিরাপত্তা বলয় পার হতে হয়েছে।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে- স্টেডিয়াম ও তার পার্শ্ববর্তী এলাকায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্যই এই সিদ্ধান্ত।
এখন স্টেডিয়ামের মূল প্রবেশপথে কেবল গাড়ি ঢুকতে পারবে। বাকিদের প্রবেশ করতে হচ্ছে পকেট গেট দিয়ে। প্রতিটি গাড়ি তল্লাশি করে তবেই ঢুকতে দেয়া হচ্ছে। বিসিবি কর্মকর্তা, সাংবাদিক ও ক্রিকেটারদের গাড়িও। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি ডেভলপম্যান্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদকেও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রথম দিন।
বিসিবির প্রধান নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী জানালেন, ‘স্টেডিয়ামকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেই এই ব্যবস্থা। আগেও এমনটাই ছিল। মাঝে কিছুদিন শিথিল হয়ে পড়েছিল। নতুন করে বুধবার থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এখন থেকে স্টেডিয়ামের নিরাপত্তার ব্যাপারটি এভাবেই দেখা হবে। সবার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
এইতো কিছুদিন আগে জঙ্গী হামলার কারণে আসন্ন ইংল্যান্ড সফরে নিরাপত্তার শঙ্কার কথা জানানো হয় দলটির পক্ষ থেকে। সিরিজের আগেই নিরাপত্তা পরিস্থিতি দেখতে ইংল্যান্ডের একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। তাদেরকে আশ্বস্ত করতেই বিসিবি এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তাতে ইংলিশদের মন গলবে কীনা সেটা নিশ্চিত নয়। গুলশানে সন্ত্রাসী হামলা সার্বিকভাবে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়াচ্ছে বিদেশিদের মধ্যে।
Discussion about this post