চেনা পথেই হাটছে আবাহনী লিমিটেড। শনিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে।
মিরপুরে টস জিতে ভিক্টোরিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ১৩৯ রানেই গুটিয়ে গেছে ভিক্টোরিয়ার ইনিংস। জবাব দিতে নেমে ২৯.২ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ে নোঙর ফেলেছে আবাহনী।
ম্যাচে সোহরাওয়ার্দ শুভ ইনজুরিতে পড়েন। তাসকিন আহমেদের বল এসে লাগে তার হেলমেটের নীচে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবশ্য শক্তামুক্ত ভিক্টোরিয়ার এই ক্রিকেটার।
সংক্ষিপ্ত স্কোর-
ভিক্টোরিয়া: ৩৬.২ ওভারে ১৩৯ (মজিদ ১৬, ফজলে রাব্বি ৮, মুমিনুল ২৩, আল আমিন ১৭, নাদিফ ৯, শুভ (রিটায়ার্ট হার্ট) ২১, চতুরঙ্গা ১২, ধিমান ১৫, এনামুল ১১, মাহবুবুল ২, কামরুল রাব্বি ১; তাসকিন ৩/৩০, আবুল হাসান ০/৪১, সাকিব ৩/২৮, মোসাদ্দেক ০/১৪, সাকলাইন ৩/১৩, তাপস ০/১২)।
আবাহনী: ২৯.২ ওভারে ১৪০/৪ (তামিম ৩৩, লিটন ১৮, সাকিব ৯, শান্ত ২২, কার্তিক ৩২*, মোসাদ্দেক ১৮*; কামরুল রাব্বি ০/৩৭, মাহবুবুল ০/১১, আল আমিন ০/২৯, চতুরঙ্গা ২/৩১, এনামুল ২/৩২)।
ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।
####################
পথ হারিয়ে ফেলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার দোলেশ্বরের বিপক্ষে ৭ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দোলেশ্বরের ৪৯ ওভারে ২১৩ রানে করে। জবাবে দুই ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান: ৪৯ ওভারে ২১৩ (ইজাজ ১৫, হামিদুল ১৫, সৈকত ৫১, মুশফিক ২০, নাঈম ১৮, আরিফুল ৪৮, ফয়সাল ৪, নাজমুল ১৭, হাবিবুর ০, এনামুল জুনিয়র ১২*, শহিদুল ০; রেজাউল ২/২৩, রাহাতুল ২/৩২, নাসির ২/৩৮, সানজামুল ২/৫০, আল আমিন ১/৪০)
প্রাইম দোলেশ্বর: ৪৮ ওভারে ২১৪/৩ (ইমতিয়াজ ১৯, রকিবুল ৮৬*, রনি ২৮, শচিন ১৭, নাসির ৫২*; ফয়সাল ১/২৪, হাবিবুর ১/৩৯, এনামুল ১/৪৭)
ফল: প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাসির হোসেন।
Discussion about this post