একেই বলে দুর্ভাগ্য। ড্র হলেই ব্রাজিল পেয়ে যেতো কোয়ার্টার ফাইনালের টিকিট। কিন্তু বিতর্কিত এক গোল সব শেষ করে দিল! হাত দিয়ে গোল করলেন পেরুর বরাউল রুইদিয়াস! সেই গোল নিয়ে কিছুক্ষণ নাটক হল। সহকারীর সঙ্গে কথা বললেন রেফারি। কিন্তু ধরতে পারলেন না। বুঝতেই পারলেন না হাতে বল লেগে বল জড়িয়েছে জালে। বিতর্কিত সেই গোলেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়। আর কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল পেরু।
বাংলাদেশ সময় সোমবার সকালে ফক্সবরোয় ‘বি’ গ্রুপের ম্যাচে এই হারে সব শেষ ব্রাজিলের!
ম্যাচের ৭৫ মিনিটে আসে রুইদিয়াসের সেই বিতর্কিত ‘গোল’। ঘটনা এতো দ্রুত ঘটে গেছে যে কিছুই আঁচ করা যায়নি। পরে টিভি রিপ্লেতে দেখা গেছে ডান দিক থেকে আন্দি পলোর ভাসানো ক্রসে হাত দিয়ে বল জালে পাঠান রুইদিয়াস। কিন্তু সহকারীর সঙ্গে আলোচনা করেও হ্যান্ডবলটি ধরতে পারেননি উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনাহ। ব্যাপারটা ভালভাবে নেয়নি ব্রাজিলের ফুটবলাররা।
তাইতো আক্ষেপের সেই ধারাবাহিকতাটা দীর্ঘ হর। ১৯৮৫ সালের পর প্রথমবারের মতো পেরুর কাছে হেরে বিদায় নিতে হল সাম্বার দেশটিকে। এবার অবশ্য কার্লোস দুঙ্গার দল সেরা তারকা নেইমারকে ছাড়াই খেলেছে।
Discussion about this post