ম্যাচের পরতে পরতে যেন নাটকীয়তা! একবার মনে হচ্ছিল অনায়াসেই জিতে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিস গেইল আর বিরাট কোহলির ব্যাট স্বপ্ন দেখাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও। অনেক নাটকের পর শেষ ওভারে এসে উত্তর মিলল। প্রথমবারের মতো আইপিএল জয়ের আনন্দে মাতল সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজুর রহমান প্রথমবার খেলতে গিয়েই জিতলেন ট্রফি।
রোববার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। আর তাতেই তিনবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হল না ব্যাঙ্গালুরুর।
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের দারুণ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানে শেষ হয় ব্যাঙ্গালুরুর ইনিংস।
প্রথম আইপিএল অভিযান শেষ করলেন মুস্তাফিজ ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে। তাইতো তার আনন্দের মাত্রাটাও বেশিই হল।
ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলি দারুণ শুরু করেছিলেন। ৬৩ বলে এই জুটি স্কোর বোর্ডে যোগ করেন ১১৪ রান। ৩৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে গেইল আউট হলে এই জুটি ভাঙে। ৪টি চার ও ৮টি ছয় ছিল ক্যারিবীয় তারকার ইনিংসে।
কোহলি ৫টি চার ও ২টি ছয়ের মারের সাহায্যে ৩৫ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।
হায়দ্রাবাদের হয়ে দুটি উইকেট পেয়েছেন বেন কাটিং। একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, বিপুল শর্মা ও বীরেন্দর স্রান।
এর আগে সানরাইজার্সকে বড় সংগ্রহ এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন ওয়ার্নার। ৩৮ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। যুবরাজ সিং ২৩ বলে ৩৮ রান। এছাড়া দলটির হয়ে শিখর ধাওয়ান ২৫ বলে ২৮ রান করেন।
Discussion about this post