পয়েন্ট হারানোর ধাক্কা সামলে উঠেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে রোমাঞ্চকর টাই নিয়ে মাঠ ছেড়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পথে ফিরল দল। মুশফিকুর রহিমের সেঞ্চুরি বিফল করে দিয়ে ভিক্টোরিয়ার কাছে হেরে গেল মোহামেডান। ২ উইকেটে হারিয়ে ছন্দে ফেরে ভিক্টোরিয়া।
বৃহস্পতিবার বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে মোহামেডান। জবাবে ৮ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়ার জয়ের নায়ক নাদিফ করেন ৩৯ বলে অপরাজিত ৫১ রান। সঙ্গে মুমিনুল হক ৬৯ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ রানের ইনিংস খেলেন। মজিদ ৮০ বলে ৫৫ ও চতুরঙ্গ ডি সিলভা ৩৮ রান করেন
মোহামেডানের হয়ে এনামুল হক জুনিয়র, হাবিবুর রহমান ও নাঈম ইসলাম দুটি করে উইকেট নেন। সুভাশিষ রায় নেন একটি উইকেট।
মুশফিকের ১০৮ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাজে ফর্ম কাটিয়ে উঠেন। আরিফুল হক ৪২ ও ফয়সাল হোসাইন করেন ২৬ রান। সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান: ৫০ ওভারে ২৪৭/৯ (সৈকত ১২, থারাঙ্গা ২১, হাবিবুর ০, মুশফিক ১০৪, নাঈম ৫, ফয়সাল ২৬, আরিফুল ৪২*, নাজমুল ১৯, এনামুল জুনিয়র ৪, নাঈম জুনিয়র ০; সোহরাওয়ার্দী ৪/২৯, চতুরঙ্গা ২/৪১, ডলার ১/৪১)
ভিক্টোরিয়া: ৪৮.৪ ওভারে ২৫০/৮ (মজিদ ৫৫, মাহমুদ ২, মুমিনুল ৬৭, আল আমিন জুনিয়র ২৭, চতুরঙ্গা ৩৮, নাদিফ ৫১*, ধীমান ১, সোহরাওয়ার্দী ০, এনামুল ০, ডলার ৪*; হাবিবুর ২/৪৩, এনামুল ২/৪৯, নাঈম ২/৫৩, শুভাশীষ ১/৩২)
ফল: ভিক্টোরিয়া দুই উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।
Discussion about this post