একটা সময় মনে হচ্ছিল তিনি দীর্ঘদিন ধরেই খেলে যাবেন জাতীয় দলে। শুরুটাও হয়েছিল ঝড় তুলে। অভিষেক ওয়ানডেতেই হ্যাটট্রিক! কিন্তু বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে তাইজুল ইসলাম। গত বছর জুনে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা গেছে বাঁহাতি এই স্পিনারকে। ছিলেন না টি-টুয়েন্টি বিশ্বকাপ দলেও। তাইতো এবার তার ফেরার মিশন।
প্রস্তুত তাইজুল। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তিনি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। তাদের হয়ে ঝড় তুলতে চান এই স্পিনার। জানালেন তাদের দলটাও বেশ ভাল হয়েছে, ‘দেখুন, আমার মনে হয় এবার সবগুলো দলই ভালো হয়েছে। আমাদের দলটাও ভালো। ভারসাম্য আছে। আশা করি দারুণ ক্রিকেট উপহার দিতে পারবো।’
এভাবেই ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান তাইজুল। লিগ ম্যাচগুলোকে ফেরার প্লাটফর্ম হিসেবে দেখছেন তিনি। মঙ্গলবার বলছিলেন, ‘বাংলাদেশ দলের পেস আক্রমণ অনেক বেশি ভালো হচ্ছে। এর মধ্যে যদি একজন স্পিনারকে নিতে হয় তাহলে তেমন মানসম্পন্ন স্পিনার হতে হবে। আমি ভাল খেলে সেই জায়গাটা নিতে চাই।’
আসছে ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ লিগ। যেখানে শিরোপা পুনরুদ্ধারের জন্য লড়বে ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ।
Discussion about this post