‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে রোববার শুরু হয়েছে ক্রিকেটারদের দলবদল। এরইমধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য ক্লাবগুলোর রেখে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। ক্লাবগুলো গত মৌসুমের দল থেকে দু’জন করে ক্রিকেটার রেখে দিতে পারছে। কেবল আইকন ও ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটারদের রাখতে পেরেছে তারা।
তাইতো টুর্নামেন্টের ফেভারিট দল-লিজেন্ডস অব রূপগঞ্জ রেখে দিয়েছে ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও স্পিনার মোশাররফ হোসেনকে।
প্রিমিয়ারের ১২ ক্লাবের ১১টিই রেখে দিয়েছে পুরোনো দুজন করে ক্রিকেটার। তবে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা ম্যাগনাম ক্রিকেটার্স ধরে রাখেনি কোনো ক্রিকেটার। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে কলবাগান ক্রিকেট একাডেমি রেখে দিয়েছে।সঙ্গে থাকছেন- মাহমুদুল হাসান লিমন।
চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও অলরাউন্ডার শুভাগত হোমকে রেখে দিয়েছে।
লিটন কুমার দাস ও মোসাদ্দেক হোসেন আগের মতোই আছেন আবাহনী লিমিটেডে। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ছেড়ে দেয়নি রনি তালুকদার ও বাঁহাতি স্পিনার সানজামুল হককে। আবার মোহামেডানে আছেন অলরাউন্ডার নাইম ইসলাম ও পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে আছেন ব্যাটসম্যান নাদিফ চৌধুরী ও বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ। আসিফ হাসান, ইফতিখার সাজ্জাদ আছেন ব্রাদার্স ইউনিয়নে।
সাইফ হাসান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে রেখেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।
আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ হলেও তাকে রাখছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।আছেন সোহাগ গাজী। আব্দুর রাজ্জাকের সঙ্গে তাসামুল হক থাকছেন কলাবাগান ক্রীড়া চক্রে।
Discussion about this post