চট্টগ্রামের খান পরিবারের নতুন মুখ মোহাম্মদ আরহাম খান। বাংলাদেশ ক্রিকেট দলের মহা তারকা তামিম ইকবালের ছেলে। ঘরের মাঠে এশিয়া কাপ চলাকালে বাবা হয়েছিলেন দেশসেরা ব্যাটসম্যান। তখন স্ত্রী-সন্তানের পাশে থাকলেও সদ্যজাত সন্তানের মুখ দেখেই দেশে ফিরতে হয়েছিল তামিমকে।
এরপর বাবা-ছেলের দেখা হলেও সর্বসাধারণের সেই সুযোগ হয়নি। শুক্রবার সবার সামনে হাজির হয়েছেন তামিম-পুত্র আরহাম। জন্মের ৩৯তম দিনে এসে তার আকিকা অনুষ্ঠান আয়োজন করা হয় চট্টগ্রামের একটি রেস্তোরাঁয়।
থাইল্যান্ড থেকে ১৮ মার্চ মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে আরহাম দেশে আসে। বাবা তামিম বিশ্বকাপ খেলতে অবস্থান করছিলেন ভারতে। টাইগারদের বিশ্বকাপ মিশনে।
এবার হাতে ছুটির অফুরন্ত সময়। বাবা-ছেলের দারুণ সময় কেটে যাচ্ছে। তাইতো ছুটি কাজে লাগিয়ে সন্তানের আকিকা সেরে নিলেন তামিম। ক্রীড়া সাংবাদিক থেকে শুরু করে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব, তারকারাও ছিলেন। আর মিডিয়ার সামনে প্রথমবারের মতো আসে তামিম তনয়!
Discussion about this post