দুই হাতে অর্থ আয় করছেন তারা। মোটা অংকের বেতনের সঙ্গে বিজ্ঞাপন থেকেও আসছে বানের পানির মতো অর্থ। এই যেমন ব্যাটে লাগানো ছোট্ট বিজ্ঞাপন থেকেও আসে মোটা অংকের অর্থ। এই তালিকায় এগিয়ে বিরাট কোহলি। এবার চলুন দেখে নেই ব্যাটের স্পন্সর থেকে কোন ভারতীয়র কতো আয়?
মহেন্দ্র সিংহ ধোনি
ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি স্পার্টান-এর কাছ থেকে কেবলমাত্র ব্যাটের জন্যই স্পনসরশিপ বাবদ ভারতীয় মুদ্রায় ৬ কোটি রূপি পান।
বিরাট কোহলি
সময়ের সেরা তারকা বিরাট কোহলি ব্যাট হাতে দারুণ সফল। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ গোটা বিশ্ব। কোহলি এমআরএফ-এর কাছ থেকে আট কোটি রূপি পান ব্যাটে সেই কোম্পানির স্টিকার ব্যবহার করার জন্য।
যুবরাজ সিংহ
ব্যাটের বিজ্ঞাপনের জন্য পিউমার কাছ থেকে লোভনীয় অর্থ পান তিনি। পিউমার কাছ থেকে যুবি ৪ কোটি রূপি পান।
শিখর ধাওয়ান ও রোহিত শর্মা
এমআরএফ ও সিয়েট-এর কাছ থেকে ব্যাটবাবদ শিখর ধাওয়ান ও রোহিত শর্মা পান প্রায় তিন কোটি রূপি।
সুরেশ রায়না
সুরেশ রায়না আবার সিয়েট-এর কাছ থেকে ব্যাটের জন্য পান ২.৫-৩ কোটি রূপি।
Discussion about this post