এবার স্বপ্ন ভাঙ্গল পাকিস্তানেরও। বি’ গ্রুপ থেকে বাংলাদেশের পর বিদায় নিল শহীদ আফ্রিদির দল। টি-টুয়েন্টি বিশ্বকাপে তাদের ২১ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে তারা। উসমান খাজাকে ২১ রানে ফিরে গেলেও বড় স্কোর গড়ে তারা। স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩৮ বলে ৬২ রানের এক জুটি গড়েন। স্মিথ ৪৩ বলে ৬১ রান করেন। ওয়াটসন করেন ২১ বলে ৪৪ রান। ম্যাক্সওয়েল ১৮ বলে ৩০ রান করেন।
পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজ দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে পাকিস্তান। শারজিল খান ১৯ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন। খালিদ লতিফ ৪১ বলে খেলেন ৪৬ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন উইলিয়াম ফকনার।
Discussion about this post